গ্রেফতার সন্দেশখালির BJP নেত্রী পিয়ালী দাস ওরফে মাম্পি। তাঁকে ৭ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক। মঙ্গলবারই জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করেন পিয়ালী দাস। কিন্তু জামিনের পরিবর্তে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)। সেখানে সন্দেশখালির মহিলাদের একাংশের অভিযোগ, স্থানীয় মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এবং যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়া হয়েছে। অভিযোগ, এর পিছনে রয়েছেন পিয়ালি দাস।
পিয়ালির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্থানীয় এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে পিয়ালির বাড়িতে নোটিস পাঠানো হয়। কিন্তু বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পন করেন পিয়ালী দাস। এবং জামিনের আবেদন করেন। বিচারক তাঁকে জামিন না দিয়ে জেল হেফাজতের নির্দেশ দেন।