যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া আরও দুই ছাত্রকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করার পর রবিবার সকালে গ্রেফতার করা হয় মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। তাঁরা দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রবিবার দুপুর ৩টে নাগাদ তাঁদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ব়্যাগিংয়ের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে।