পশ্চিম মেদিনীপুরে ছট পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া । সেখানে গিয়েই দুর্ঘটনার কবলে পড়তে হল বিধায়ককে । জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ভেঙে পড়ে মঞ্চ । আর তখন সেখানে উপস্থিত ছিলেন জুন । তবে, বরাতজোরে বেঁচে গিয়েছেন তিনি । সেভাবে তাঁর কোনও ক্ষতি হয়নি । ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা । পশ্চিম মেদিনীপুরের ডিএভি ঘাট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কাঁসাই নদীর তীরে মেদিনীপুর শহরের ডিএভি ঘাটে ছটপুজো উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানে ছিলেন তারকা বিধায়ক জুন মালিয়া, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার দীনেশ কুমার-সহ আরও অনেকে । কিন্তু, আচমকাই নিচের দিকে মঞ্চ বসে যেতে থাকে । এরপরই অতিথিদের মাথার উপর মঞ্চের ছাউনি ভেঙে পড়ে । আহত হন দু’জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কোনও ক্ষতি হয়নি । বরাতজোরে বেঁচে গিয়েছেন অভিনেত্রী জুন মালিয়া ।
কী কারণে এই দুর্ঘটনা ? জেলাশাসক আয়েষা রানি জানিয়েছেন,নদীর তীরবর্তী বালিমাটি নরম থাকায় মঞ্চের একপাশ বসে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে । তবে, একটাই স্বস্তি, সেরকমভাবে কারও কোনও ক্ষতি হয়নি ।