RG Kar Update: সমাধানের পথ বেরোচ্ছে না, শুক্রবারও একাধিক কর্মসূচির ঘোষণা জুনিয়র ডাক্তারদের 

Updated : Oct 11, 2024 11:54
|
Editorji News Desk

ষষ্ঠী ও সপ্তমীর পর অষ্টমী-নবমী-তেও একাধিক কর্মসূচি নিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার বিকালে তাঁদের তরফে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। 

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৬ দিন ধরে টানা অনশন করলেও রাজ্য সরকারের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বের হয়নি। সেই কারণে আরও বড় কর্মসূচি গ্রহণ করছেন তাঁরা। 

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, শুক্রবার তাঁরা ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিলি করবেন সাধারণ মানুষের মধ্যে। তারপর তাঁরা ধর্মতলার অনশন মঞ্চে সমাবেশ করবেন। এবং সবশেষে নির্যাতিতার বাড়ি যাবেন জুনিয়র ডাক্তারদের কয়েকজন। সেখানে ধর্নারত অবস্থায় আছেন নিহত চিকিৎসকের বাবা, মা এবং পরিজনরা। তাঁদের সঙ্গে কথা বলবেন তাঁরা। 

এদিকে শুক্রবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। IMA-র রাজ্য শাখার তরফে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। দাবি না মানা হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এদিকে বৃহস্পতিবার রাতেই RG কর হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসক অনিকেত মাহাতকে। বর্তমানে তিনি CCU-তে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে জলের পরিমাণ কম রয়েছে। এবং আগে থেকেই তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ফলে সেই বিষয়টিও নজরে রাখছেন চিকিৎসকরা। 

তবে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে অনিকেত মাহাতর শারীরিক পরিস্থিতি নতুন করে অবনতি হয়নি। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রক্তচাপও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। 

Junior Doctor

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী