সিটের সদস্য ধরমবীর সিং স্বেচ্ছাবসর চেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন এই বিষয়ে কোনও নির্দেশ এখনই তিনি দিতে পারবেন না। কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে। উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সদস্য ধরমবীর সিং স্বেচ্ছাবসর চেয়ে আদালতের দারস্থ হন। বিষয়টি দ্রুত দেখার আশ্বাসও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু শুক্রবারের সুপ্রিম রায়েই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সমস্ত রায়দান কার্যত স্থগিত হয়ে গেল।
সিবিআই সূত্রে খবর, আদালতের নির্দেশে গঠিত সিট থেকে কেউ স্বেচ্ছায় বের হতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া এই মামলা ছেড়ে বেরোতেও পারবেন না কোনও সদস্য। সম্পূর্ণ মামলার তদন্ত হবে আদালতের নজরদারিতে। ফলে স্বেচ্ছাবসর নেওয়ার জন্য আদালতকে জানাতেই হত। সেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই ধরমবীর সিং আদালতের দারস্থ হন। টেটে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনেই তিনি এই নির্দেশ দেন বলেও খবর।
আরও পড়ুন- Supreme Court on Ram Navami: রামনবমীর ঘটনায় এনআইএ, হাইকোর্টকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য সরকার