পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এক অভিনেত্রীর নাম প্রকাশ্যে এসেছে বলে শুনেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার আদালতে বিচারপতি বলেন, সেই অভিনেত্রীকে তিনি দেখতে চান। তাঁর সিনেমাও দেখতে চান। তবে সবচেয়ে আগে অভিনেত্রীর নাম জানিয়ে ইডিকে আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি।
স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তেমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের মামলায় সম্প্রতিই তৃণমূলের যুব নেতা-নেত্রীদের নাম উঠে এসেছে। অনেকের সঙ্গে কুন্তলের ছবি ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। এঁদের মধ্যে সেই অভিনেত্রীও রয়েছেন বলে খবর।