'চারপাশে এত দুর্বৃত্ত, দিদি একা সামলাবেন কীভাবে ?' মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে টেট দুর্নীতি মামলায় ভরা এজলাসে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি না বললেও 'দিদি' অর্থে তিনি যে তাঁকেই বোঝাতে চেয়েছেন, তা কিছুটা স্পষ্ট ।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । মানিক ভট্টাচার্যের বৈধ দু'টি পাসপোর্ট পাওয়া গিয়েছে । সেই বিষয়ে এদিন হাইকোর্টে জানিয়েছে সিবিআই । এরপরই এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । সেইসঙ্গে তাঁর মন্তব্য, মানিক ভট্টাচার্য এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, তা লজ্জার বিষয় । রাজ্যটা কি এভাবেই নষ্ট হয়ে যাবে ?
বিচারপতি আরও জানান, তিনি মানিক সম্পর্কে বেশ কিছু তথ্য জানেন । লন্ডনে তাঁর একটা বাড়ি আছে । সিবিআইয়ের প্রতি বিচারপতির পাল্টা প্রশ্ন, ‘"কত বার লন্ডনে গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি ।"