কলকাতা আর্ন্তজাতিক বইমেলায় গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি ভবিষ্যতে বই লিখবেন। সেই বইতে থাকবে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার কথাও।
বৃহস্পতিবার বইমেলায় যান বিচারপতি। সন্ধে সোয়া ৭টা নাগাদ ৫ নম্বর গেট দিয়ে মেলায় ঢোকেন তিনি৷ তাঁকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা। বিভিন্ন স্টলে যান বিচারপতি। তাঁকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁর চারপাশে ভিড় জমে যায়। অনেকেই তাঁর সঙ্গে হাত মেলাতে চান। তিনিও নিরাশ করেননি কাউকে। ভিড় থেকে মন্তব্য উড়ে আসে, 'আপনি তো ভগবান!' বিচারপতি বলেন, 'আমি ভগবান নই। ভগবান হল সংবিধান'।
তিনি বই লিখবেন কিনা জিজ্ঞাসা করা হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ভবিষ্যতে তাঁর অবশ্যই বই লেখার ইচ্ছে আছে। সেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলার কথাও থাকবে।
বিচারপতি জানান, তিনি উপন্যাস পড়তে পছন্দ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই দেখবেন কিনা জানতে চাওয়া হলে বিচারপতি বলেন, তিনি নিশ্চয় মুখ্যমন্ত্রীর লেখা বই দেখবেন।