হাওড়া (Howrah) জেলার আমতার বাসিন্দা আনিস খানের (Anis Khan) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কার্যত উত্তাল রাজ্যের বিভিন্ন এলাকা। শনিবার ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে ব্যস্ত পার্ক সার্কাস (Park Circus) মোড় ৷ বিভিন্ন ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রছাত্রীরা। আজ, রবিবারও রয়েছে একাধিক কর্মসূচি।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন আনিস। শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল করে গিয়ে পার্ক সার্কাস মোড় অবরোধ করেন পড়ুয়া। দীর্ঘক্ষণ অবরোধ চলে। তুমুল যানজট তৈরি হয়। আনিসের স্মরণে মোমবাতি জ্বালেন পড়ুয়ারা। দ্বিতীয় দফায় লেডি ব্রেবোর্ন কলেজের সামনে অবরোধ হয়।
আরও পড়ুন: West Bengal News: পুলিশের পোশাকে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্রনেতাকে খুনের অভিযোগ!
আজ, রবিবার আনিসের বাড়িতে যাবেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর নেতৃত্ব। আমতা থানা ঘেরাও-এর ডাক দিয়েছে আরেকটি বাম ছাত্র সংগঠন ডিএসও। রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে আইসা, এআইএসএফ সহ একাধিক সংগঠন।
পুলিশের উর্দি পরে বাড়িতে ঢুকে কয়েকজন ব্যক্তি আমতার বাসিন্দা আনিসকে ছাদ থেকে ফেলে খুন করে বলে অভিযোগ। আনিসের পরিবারের অভিযোগ, খুনিরা তৃণমূল ঘনিষ্ঠ।