‘জাতি-বয়স-জেলা সহ প্যানেলভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে।' এভাবেই ২০১৬ প্রাথমিক নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দু'সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের। উল্লেখ্য, ২০১৬ সালের টেট ইন্টারভিউ নিয়েই যত সমস্যার সূত্রপাত। সেখানে ব্যাপক গরমিলের অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নিয়োগ প্রক্রিয়ারই তথ্য প্রকাশের নির্দেশ দিলেন পর্ষদকে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে গিয়েছে। মঙ্গলবারই হাইকোর্টের প্রধান বিচারপতি সেই দুই মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পাঠিয়েছেন।
আরও পড়ুন- Mamata Banerjee: বৃহস্পতিতে মালদহে মমতা-অভিষেক, জনসংযোগ যাত্রায় 'বিশেষ অতিথি' তৃণমূল সুপ্রিমো