এসএসসির একটি মামলা থেকে আপাতত সরে গেলেন বিচারপতি রাজাশেখর মান্থা। উল্লেখ্য, শুক্রবার এসএসসির একটা মামলায় আদালতে হাজিরা দেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। যদিও বুধবার তাঁকে আদালতে হাজিরা দিতে বলেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার আদালতে সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, ‘‘এই সংক্রান্ত মামলা (এসএসসি মামলা) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনছেন। ফলে এতে আমি আর ঢুকতে চাই না। মামলাটি ছেড়ে দেব। আমার মনে হয় তাঁরই মামলাটি শোনা উচিত। তবে প্রধান বিচারপতিকে এটা জানিয়ে দেব। যোগ্য ব্যক্তিরা চাকরি পান। আর দোষী ব্যক্তিরা শাস্তি পাক। আমি মামলাটি ছেড়ে দিচ্ছি।’’
West Bengal SSC Scam:অঙ্কিতার ফেরত দেওয়া বেতন ববিতাকে দিতে হবে, সঙ্গে চাকরিও, নির্দেশ হাইকোর্টের
জানা গিয়েছে, শুক্রবারও আদালতে কোনও নথি জমা দিতে পারেননি এসএসসি চেয়ারম্যান। কার্যত খালি হাতেই এদিন আদালত কক্ষে হাজির হন সিদ্ধার্থ মজুমদার। এর কারণ হিসেব তাঁর আইনজীবীর যুক্তি, এসএসসির অন্য একটি মামলার প্রেক্ষিতে এসএসসির সার্ভার রুম সিবিআই হেফাজতে। ফলে চাইলেই সেখান থেকে তথ্য আনা যাচ্ছে না। শুধু তাই নয়, এসএসসি চেয়ারম্যানের কথায়, দফতরে মোট তিনটি সার্ভারের একটি ওয়েবসাইট এবং অন্য দুটি তথ্য মজুতের জন্য ব্যবহার হয়। বর্তমানে একটি সার্ভার কাজ না করায় সমস্যায় পড়েছেন তাঁরা।
আদালতের নির্দেশে বলা হয়েছে, আপাতত সার্ভার রুম না খোলা পর্যন্ত অর্থাৎ আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা কিছু করবেন না। সেপ্টেম্বরে মামলার পরবর্তী শুনানি।