কালিয়াগঞ্জে ধর্ষণের ঘটনায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য । ধর্ষণের মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু, অভিযোগ, সিট-কে সহযোগিতা করছে না রাজ্য পুলিশ । এই অভিযোগ বিচারপতির এজলাসে পৌঁছতেই রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজাশেখর মান্থা । তাঁর কথায়, রাজ্য নিজেই নিজের বিপদ ডেকে আনছে । এদিন, সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দেন তিনি । বিচারপতির বক্তব্য, ইচ্ছে করে আদালতের নির্দেশ অমান্য করেছে রাজ্য । এই নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্টও তলব করেছেন বিচারপতি।
বিচারপতি এদিন আদালতে বলেন, "সিটকে পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগ উঠছে। ফলে বলতে হচ্ছে, রাজ্য নিজেই নিজের বিপদ ডেকে আনছে। সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টা করছে রাজ্য। এ বার কি সিবিআইকে তদন্তভার দিলে ভাল হবে?" রাজ্যের তরফে আইনজীবী জানান, সিটকে সাহায্য করা হয়নি এ বিষয়ে রাজ্য অবগত নয়। তাঁর দাবি, আগামী সপ্তাহে যে কোনও দিন শুনানি হোক । তার মধ্যে ফের ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য।
আরও পড়ুন, Rujira Banerjee : ইডির তলবে সাড়া, নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে রুজিরা
এপ্রিল মাসে কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে । ঘটনায় ক্ষোভে ফুঁসছিল কালিয়াগঞ্জ । তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি । পুলিশ ওই নাবালিকার দেহ টানতে টানতে নিয়ে যাওয়ায় বিক্ষোভ চরমে উঠেছিল । পুলিশের উপর হামলার ঘটনা ঘটে । ছাত্রীর মৃত্যুর এই ঘটনায় সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।