জুট মিল (Jute Mill) খোলার দাবিতে কাঁকিনাড়ায় (Kakinada) রেল অবরোধ (Rail Block। যার ফলে বিপর্যস্ত শিয়ালদহ মেইনলাইনের (Sealdah Main Line) ট্রেন চলাচল। স্থানীয় রিলায়েন্স মিল খোলার দাবিতে বিক্ষোভ করেন জুটমিলের শ্রমিকরা। বিক্ষোভের কারণে স্টেশনে আটকে পড়ে নৈহাটি লোকাল।
শ্রমিকদের দাবি, বৃহস্পতিবার সকালে মিলে গিয়ে দেখেন, কর্তৃপক্ষ গেটে তালা ঝুলিয়ে কারখানা বন্ধের নোটিস (Notice) টাঙিয়েছে। তাঁদের অভিযোগ, ২৬ জানুয়ারি ছুটি থাকায়, সেই সুযোগে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরের খনিতে পড়ে মৃত্যু ৪ ব্যক্তির, গুরুতর আহত একজন
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, অনেক দিন ধরেই তাঁদের সপ্তাহে তিনদিন করে কারখানায় যেতে বলা হয়েছিল। কিন্তু আচমকা এই সিদ্ধান্ত কারখানা কর্তৃপক্ষের। শ্রমিকদের অভিযোগ, মিলে পাট না থাকার অজুহাত দেখাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষ মজুত পাট কারখানার বাইরে বিক্রি করছে বলেও তাঁদের অভিযোগ।
তবে রেল অবরোধের জেরে শিয়ালদহের মেইন লাইনে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। মিল বন্ধ করায় এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন আনুমানিক পাঁচ হাজার শ্রমিক।