কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাকলে সবরকম নথি দাখিল করতে প্রস্তুত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। ABP আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজেই একথা জানান। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা তাঁকে ডাকবে বলেও একপ্রকার নিশ্চিত তিনি।
রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ED-র হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথম দিন থেকেই তিনি অভিযোগ করে আসছেন, বিজেপি এবং শুভেন্দু অধিকারী তাঁকে ফাঁসিয়েছেন। এবার মুখ খুললেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী। তিনি জানিয়ে দেন, ED তাঁকে ডাকলে যাবতীয় নথি দাখিল করবেন। এবং এবিষয়ে তিনি আত্মবিশ্বাসী।
যদিও ABP আনন্দের ওই সাক্ষাৎকারে বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে গিয়েছেন প্রিয়দর্শিনী। বাবাকে গ্রেফতার করার পর সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় মন্ত্রী বলেছিলেন, মমতাদি-অভিষেক সব জানেন। এবিষয়ে মন্ত্রী কন্যাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, তিনি সংগঠনের লোক নন তাই তিনি রাজনীতির বিষয়ে কোনও বিষয়ে বলতে পারবেন না।