ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। CGO কমপ্লেক্স থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি ক্যামেরার সামনে ওই দাবি করেন । পাশাপাশি পুরো ঘটনায় আদালত বিচার করবে বলেও আশাবাদী তিনি। তাঁর বক্তব্য, যে কাজ করা হচ্ছে তা অনৈতিক। তবে কে বা কারা ওই অনৈতিক কাজ করছে তা স্পষ্টভাবে জানানি তিনি।
সোমবার সকালে CGO কমপ্লেক্স থেকে থেকে আদালতে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তার আগে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি।
তিনি বলেন, "আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।" একই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "এরা যা কাজ করছে, অন্যায়, অনৈতিক কাজ করছে।"