মুক্তি পেলেন না জ্যোতিপ্রিয় । রেশন বন্টন দুর্নীতি মামলায় বনমন্ত্রীকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত । উল্লেখ্য, সোমবারই আদালতে ঢোকার মুহূর্তে নিজেকে বারবার মুক্ত বলে দাবি করেন । তাঁর গলায় ছিল আত্মবিশ্বাসের সুর, নিশ্চিত ছিলেন কোর্ট তাঁকে মুক্তি দেবেই । তাঁর দাবি, তিনি নির্দোষ । কিন্তু, মুক্ত হতে পারলেন না জ্যোতিপ্রিয় । আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ।
সোমবার আদালতে শুনানি চলাকালীন জ্যোতিপ্রিয়র আইনজীবী দাবি করেন, রাজনৈতিক চক্রান্তের শিকার মন্ত্রী । আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মন্ত্রীর জন্য কম্যান্ড হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি বলে অভিযোগ । ইডির দাবি, তিন দিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় । সেই সময় হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল । কিন্তু সেই দাবি মানতে চায়নি জ্যোতিপ্রিয়র আইনজীবী ।
ইডির আরও দাবি, প্রায় তিনদিন হাসপাতালে থাকার কারণে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি । তাই মন্ত্রীর ৭ দিনের হেফাজত চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপরই, ব্যাঙ্কশাল আদালত ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ।
সোমবারই জ্যোতিপ্রিয় আবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন । CGO কমপ্লেক্স থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি দাবি করেন, যে কাজ করা হচ্ছে তা অনৈতিক। তবে কে বা কারা ওই অনৈতিক কাজ করছে তা স্পষ্টভাবে জানানি তিনি ।