চালকলের মালিকের কাছ থেকে 'কমিশন' হিসেবে টাকা নয়, সম্পত্তি নিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। যে সম্পত্তি নিজের নামে নয়, দানপত্র হিসেবে লিখিয়ে নিয়েছিলেন নিজের বাড়ির পরিচারকের নামে।
রেশন 'দুর্নীতি' কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই, ওই চালকল মালিকের বয়ান রেকর্ড করেছে ইডি।
আরও পড়ুন - কলকাতার সিবিআই শাখায় বড় বদল, সরিয়ে দেওয়া হল ডিআইজি জয়দেবনকে, দায়িত্বে পঙ্কজ কুমার সিং
শুধু তাই নয় ওই সম্পত্তি নেওয়ার যাবতীয় কাগজপত্র এমনকি বাড়ির পরিচারকের নামে 'দানপত্র' লিখিয়ে নেওয়ার নথিও ইডির হাতে এসেছে বলেই জানা গিয়েছে।