মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তিনি জানিয়েছেন, মন্ত্রীর নির্দেশেই তাঁর মা ও স্ত্রীকে একাধিক সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল। এবং যেহেতু মন্ত্রী অনুরোধ করেছিলেন সেকারণে তিনি না করতে পারেননি। তবে আপ্তসহায়ক পদ থেকে অভিজিৎ দাস সরে আসার পরেই ওই সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তাঁরা।
অভিজিৎবাবু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন তিনি। সেসময় তাঁর স্ত্রী ও মাকে সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। এপ্রসঙ্গে তিনি জানান, "মন্ত্রী যখন নির্দেশ দেন সেকারণে তা পালন করতেই হয়।" একইসঙ্গে তিনি জানান, ২০১৪ সালে তাঁর মা ও স্ত্রী সংস্থার ডিরেক্টর পর থেকে সরে আসেন।