বন দফতরের অনুষ্ঠান, অথচ আমন্ত্রণপত্রে নাম নেই খোদ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। ২২-২৪ ডিসেম্বর বিধানসভায় তিন দিনের বন মহোৎসব রয়েছে। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলি করার কাজ শুরু হয়ে গিয়েছে। আমন্ত্রিতদের তালিকায় কোথাও নাম নেই বন দফতরের মন্ত্রী জয়োতিপ্রিয় মল্লিকের। রাজ্যের প্রশাসনিক মহলের একাংশ বলছেন, এমনটাই প্রত্যাশিত।
অক্টোবরে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তাদের হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়, কাগজে-কলমে এখনও রাজ্যের বনমন্ত্রী থাকলেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আমন্ত্রণ পত্রে উল্লেখ করে বিতর্ক বাড়াতে চায়নি সংশ্লিষ্ট দফতর।
জ্যোতিপ্রিয়র গ্রেফতারের পর তিনটি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে বনমন্ত্রীর আসন শূন্য ছিল, কিন্তু তাঁকে পদ থেকে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরণ্য ভবন এবং বিধানসভাতেও তাঁর নামফলকে বনমন্ত্রী হিসাবেই উল্লেখ রয়েছে।