ঘরে ও বাইরে তাঁর অনেক শত্রু । যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন । এবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন বীরভূমে (Birbhum) তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ (Kajal Seikh) । উল্লেখ্য, কয়েকদিন আগেই কাজল দাবি করেছিলেন জেলে বসেই বীরভূমের সংগঠন চালাচ্ছেন অনুব্রত (Anubrata Mondal) । এমন মন্তব্যের দিন কয়েক পরেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তিনি ।
কাজল শেখ বলেন, "বাড়ি থেকে বেরনোর সময় মা শঙ্কিত থাকেন । হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। আমার ঘরে ও বাইরে শত্রু । যে কোনও মুহূর্তে, যে কোনও জায়গায় খুন হয়ে যেতে পারি ।" যদিও,এসব নিয়ে তাঁর কোনও ভয় নেই বলে জানিয়েছেন কাজল ।
আরও পড়ুন, West Bengal Government employees: ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে ৯ মার্চ ধর্মঘটের ডাক সরকারি কর্মীদের
তৃণমূল নেতা কাজল শেখের দাবি, জেলে বসেই বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন অনুব্রত । তিনিই জেল থেকে বীরভূমের সংগঠন চালাচ্ছেন । কয়েকদিন আগে কাজলের এই মন্তব্যে হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে । দলের সদস্যের এমন মন্তব্যে অস্বস্তিতে পড়ে দল । এবার খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করতেই তৃণমূল অন্দরে অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।