সাজ-পোশাক, হাঁটা-চলা অবিকল এক। এক নজরে দেখলে কুমার শানু (Kumar Sanu) ভেবে ভুল করতেই পারে যে কেউ। তিনি রামপুরহাটের (Rampurhat) কাজীবর রহমান (Kajibur Rahman)। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই কাজী।
গানই আসল নেশা কাজীর। শানু কণ্ঠী হয়ে মানুষের মন জয় করেছেন তিনি। বিভিন্ন স্টেজ শো-ও করেন। জনপ্রিয়তাও পেয়েছেন। অফিসের ফাঁকা সময় একটু গানবাজনা করেন। সম্প্রতি মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, গানটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চোখ বুঝে শুনলে মনে হবে, একদম কুমার শানু গাইছেন। রামপুরহাটের কাজীর ইচ্ছে, কুমার শানুর সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন - আসানসোলে হোটেলে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ