শুক্রবার দুপুরে ইডি অফিসে অয়ন-পত্নী কাকলি শীল। ইডি সূত্রের খবর, অয়নের বাড়ি এবং অফিসে লাগাতার তল্লাশি চালিয়ে অয়ন-কাকলির নামে দু’টি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পান তাঁরা। শুধু তাই নয়, কাকলির নামেও আলাদা অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। মূলত সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।
পাশাপাশি, অয়ন শীলের স্ত্রীর পাশাপাশি শুক্রবার ছেলে অভিষেক এবং এবিএস ইনফোজোনের দুই কর্মচারীকেও তলব করেছে ইডি। আগেও বিভিন্ন সময় সিজিওতে এসেছেন কাকলি। কারণ ইডির দাবি, অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের অন্যতম ডিরেক্টর এই কাকলি।
আরও পড়ুন- India Covid Update: দেশে কিছুটা কমল সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১১ হাজারের কাছাকাছি