আশপাশে সব গ্রামে বিদ্যুৎ আছে। ১০ বছর বিদ্যুৎহীন গ্রাম। কিন্তু প্রত্যেক মাসে নিয়ম করে আসছে বিল। এরই প্রতিবাদে পথে নামে গ্রামবাসীরা। কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানা এলাকায়।
বিদ্যুৎ না থাকায় বারবার বিদ্যুৎ দফতরে আবেদন করেছিলেন গ্রামবাসীরা। নজরে আসে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখির। তাঁরই উদ্যোগে কয়েকদিনের মধ্যে বসিয়ে দেওয়া হয় বিদ্যুতের খুঁটি। ট্রান্সফরমারও বসিয়ে দেওয়া হয় এলাকায়। কিন্তু কিছুদিন পরই ট্রান্সফরমারে চার্জ চলে যায়। এলাকার মানুষকে বলে দেওয়া হয় কয়েকদিনের মধ্যে লাইন এসে যাবে। দীর্ঘ ৮ মাস কেটে গেলেও এখনও বিদ্যুৎ আসেনি। কিন্তু প্রত্যেক বাড়িতে আসছে মিটারের বিল। এই নিয়েই বিক্ষোভ করেন গ্রামবাসীরা। তবু নির্বিকার বিদ্যুৎ দফতর।
আরও পড়ুন: দুর্নীতি নিয়ে দলবিরোধী 'মন্তব্য', জহর সরকারকে 'স্বার্থপর' বলে আক্রমণ সৌগত রায়ের
স্থানীয় বাসিন্দাদের দাবি, দূর থেকে বিদ্যুৎ হুকিং করে আনতে গিয়ে কয়েকদিন আগে মারা গিয়েছে ২৬ বছরের যুবকষ মৃত্যুর হাত থেকে বেঁচেছে আরও ৪ জন। কাকদ্বীপের বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। দুর্গাপুজোর আগে গ্রামে বিদ্যুৎ না এলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।