কালীপুজোর সন্ধেয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বারাসতে। রবিবার এমনিই ছুটির দিন। তার উপর আলোর উৎসব দীপাবলির কারণে সন্ধে থেকেই রাস্তায় রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের।
উত্তর ২৪ পরগনার বারাসত কালী পুজোর কারণে অত্যন্ত জনপ্রিয়। একের পর এক জমকালো থিম পুজো আর অভিনব মণ্ডপ সজ্জা এখানকার মূল আকর্ষণ। যা দেখতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ভিড় সামলাতে সন্ধ্যে থেকে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে।
আরও পড়ুন - দীপাবলির আলোয় সেজেছে দুর্গাপুরের শিল্পাঞ্চল, হস্তশিল্পের কাজ দেখতে ঢল দর্শনার্থীদের
হাজারো থিমের ভিড়ে নজর কাড়ছে বারাসতের কেএনসি রেজিমেন্ট হস্তিনাপুরের রাজধানী। পাহাড়ের আদলে তৈরি হয়েছে ত্রিদেব মণ্ডপ। যেখানে ঢুকলেই প্রথমে নজর কাড়বেন বিষ্ণুর মূর্তি। পাশেই রয়েছে মহাদেব এবং হনুমানের মূর্তি। আর মণ্ডপের ভেতরে পূজিত হয়েছেন মা শ্যামা। যা দেখতে ভিড় করেছেন সাধারণ মানুষ।