কালী পুজোর সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা দক্ষিণেশ্বরে। গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে শয়ে শয়ে ভক্তের ভিড়।
ভোর ৬টার আগেই খুলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে নয়, ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও। পুজো দিতে পড়েছে দীর্ঘ লাইন।
কোভিডকাল থেকেই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ চালু আছে। দক্ষিণেশ্বর মন্দিরে এখন আর মোবাইল ফোন নিয়ে মন্দিরে আসা যায় না। রবিবার বেলা দু’টো নাগাদ করা হবে ভোগের আয়োজন। তখন পুজো দেওয়া কিছু সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। বিকালে ফের খুলবে দরজা