রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। মঙ্গলবার ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি।
রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে এর আগে তাপস মণ্ডলকে গ্রেফতার করে ইডি। তিনিই প্রথম কালীঘাটের কাকুর কথা সামনে আনে। তদন্তে নাম উঠে আসে গোপাল দলপতির। এরপরই ইডির নজরে উঠে আসে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। এর আগেও দুবার তাঁকে তলব করে ইডি। একবার হাজিরা দেন তিনি। আরেকবার আইনজীবীর মারফত নথি পাঠান।