নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গেও আর্থিক লেনদেন হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে । কুন্তল নিজে এই আর্থিক লেনদেনের কথা স্বীকার করে নিয়েছেন বলে খবর । এবার সেদিকেই নজর রয়েছে ইডির । যদিও কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয় নিয়ে কালীঘাটের কাকু সেভাবে কিছু বলতে চাননি । এর আগে শান্তনু বন্দ্যেপাাধ্যায়ের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রর আর্থিক লেনদেন খবর প্রকাশ্যে এসেছিল ।
ইডির দাবি, কুন্তল জেরায় জানিয়েছে, ২০১৯-২০২০ সালের মাঝামাঝি কালীঘাটের কাকুর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল তাঁর । কালীঘাটের কাকুর থেকে ধার হিসেবে টাকা নিয়েছিলেন । পরে তা ফেরতও দিয়ে দেন । লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা । উল্লেখ্য, মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি অফিসের প্রাক্তন কর্মী সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি ।