নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নামে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নির্মাণ সংস্থার নাম উঠে এসেছিল। অভিযোগ ছিল সেখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । এবার নিজমুখেই বিপুল অর্থ বিনিয়োগের কথা স্বীকার করে নিলেন কালীঘাটের কাকু। তিনি জানান, শান্তনুর কথাতেই ৪০ লক্ষ টাকা দিয়ে রেস্তোরাঁ বা ধাবার জায়গা হিসেবে ১,২০০ বর্গফুটের প্লট কিনেছিলেন। কালো টাকা সাদা হওয়ার প্রসঙ্গে সুজয়কৃষ্ণ জানান, তিনি চেকে টাকা দিয়েছিলেন , দুর্নীতি করতে চাইলে নগদে দিতেন।
Calcutta High Court: ২০১১ সালের পরীক্ষায় প্রশ্ন ভুলের জের, ভরা আদালতে ক্ষমা চাইলেন এসএসসি চেয়ারম্যান
নির্মাণ সংস্থার ব্যালান্স শিটে দেখা গিয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্র ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন । যদিও সেই ব্যালেন্স শিটের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা । এ প্রসঙ্গে, নির্মাণ সংস্থার অন্যতম অংশীদার ইন্দ্রনীল চৌধুরী জানান, দোকান নেবেন বলে অগ্রিম ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকু । এ সংক্রান্ত সমস্ত তথ্যই ইডিকে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর ।
জানা গিয়েছে, নির্মাণ সংস্থার অন্যতম অংশীদার হলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় । হুগলির চন্দননগরের সত্যপীর তলায় বহুতল নির্মাণ করছে ওই সংস্থা । ইতিমধ্যেই তাঁর অগ্রিম বুকিংও চালু হয় । ওই বহুতলেই দোকান কেনার জন্য সুজয়কৃষ্ণ ভদ্র অগ্রিম টাকা দেন বলে খবর ।