কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে এস এস কে এম হাসপাতাল থেকে বার করা হল বুধবার রাতে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ESI হাসপাতালে। গত ১৭ জুলাই থেকে SSKM হাসপাতালেই ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, বুধবার রাতেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে ED-র।
বুধবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ SSKM হাসপাতালে পৌঁছে যায় বিশেষ অ্য়াম্বুল্যান্স। এরপর কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে। যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে কোনও মুখ খোলেননি।
নিয়োগ মামলার তদন্তে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এরপর আদালতের তরফেও স্বরের নমুনা রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও সংগ্রহ করা যায়নি স্বরের নমুনা।