ইডি দফতরে হাজিরা দিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র । রাজ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তাঁকে ডেকে পাঠানো হয়েছে । সকাল ১১টা ৫ নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ঢোকেন । গাড়ি থেকে নামতেই এদিন তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা । প্রশ্ন করা হয় ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে কি ভয় পাচ্ছেন তিনি ? দফতরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নে তাঁর জবাব, বেরিয়ে বাকি কথা বলবেন । তাঁর কথায়, তিনি কতটা আত্মবিশ্বাসী, তা দফতর থেকে বেরোনোর সময়ই সবাই দেখতে পাবেন ।
কালীঘাটের কাকুর কথা প্রথম শোনা গিয়েছিল তাপস মণ্ডলের মুখে । আগে গোপাল দলপতির কথায় ইঙ্গিত মিলেছিল তাঁর সম্পর্কে । এরপর নিয়োগকাণ্ডে একাধিক ধৃতের মুখ থেকে সুজয়কৃষ্ণের নাম উঠে আসে । এরপরই তিনি তদন্তকারীদের নজরে পড়েন । প্রথম তাঁকে তলব করেছিল সিবিআই । ‘কাকু’র বাড়িতে সিবিআই তল্লাশির সময় কয়েক লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল । তিনি তখন দাবি করেছিলেন, বোনের হাসপাতালের বিল মেটানোর জন্য ওই টাকা তুলেছিলেন । এছাড়া একটি অ্যাডমিট কার্ড ও ফোনও পাওয়ায় যায় । পরে ইডিও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ।
সিবিআইয়ের পর দিন কয়েক আগে ইডি তাঁর বেহালার বাড়িতে তল্লাশি অভিযান চালায় । ইডি সূত্রে খবর, বেশ কিছু নথি মেলে । সেইসময় তাঁকে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয় । ১৫ ঘণ্টা ধরে চলেছিল জেরা । এবার ইডির নির্দেশ মেনেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজয়কৃষ্ণ ।