সতীর ৫১ পিঠ এবার এক জায়গাতেই। এমন চমকপ্রদ আয়োজন করলেন দক্ষিণ দিনাজপুরের বরাবাড়ির থানাপাড়া কালীপুজো কমিটির উদ্যোক্তারা। আর এই নয়া ব্যবস্থায় যথেষ্টই খুশি এলাকার বাসিন্দা থেকে পুজো মন্ডপে আগত দর্শনার্থীরা।
দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তবর্তী এলাকার থানাপাড়া এলাকা। কালীপুজোয় প্রতিবারই কোনও না কোনও চমক নিয়ে হাজির হন তাঁরা। করোনা ভীতি কাটতেই ওই পুজো মন্ডপে শুরু হয়েছে দর্শনার্থীদের আনাগোনা। এলাকায় থিমপুজো হিসেবে বেশ নামডাক এই থানাপাড়ার কালীপুজোর। এবারে তাঁদের নিবেদন সতীর ৫১ পীঠ। সতীর দেহের ৫১টি টুকরো বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে যে ৫১টি পিঠ তৈরি হয়েছে, তাকে পুজোমন্ডপে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের ব্যবস্থাও থাকবে বলে জানান কালীপুজো কমিটির সম্পাদক।
আরও পড়ুন- West Bengal Weather Update: সকাল থেকেই কলকাতায় বৃষ্টি, সিত্রাং-এর দাপট নিয়ে আশঙ্কার ছায়া
পুজো কমিটির সম্পাদক মদন চৌহান জানান, এবার তাঁরা নতুন কিছু তৈরি করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই দর্শনার্থীদের সতীর ৫১ পীঠ দর্শনের ভাবনা তাঁদের। মদনবাবুর আশা, তাঁদের এই উদ্যোগে যথেষ্টই খুশি হবেন দর্শনার্থীরা।