কল্যাণী এক্সপ্রেসে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল ৩ জনের। সোমবার সকালে এসইউভি সঙ্গে ডাম্পারের ধাক্কার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রহড়া থানার পুলিশ। মৃতরা প্রত্যেকেই খড়দার বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার ভোরে কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছার দিকে যাচ্ছিল একটি এসইউভি। আচমকাই কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটি। সামনে দাঁড়িয়ে থাকা ডাম্পারের সঙ্গে ধাক্কা মারে।
আরও পড়ুন - কুয়াশায় মোড়া সকাল, ব্যাটিং শুরু শীতের, শহরে মরসুমের শীতলতম দিন
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই গাড়ি চালক এবং দুই মহিলা-সহ মোট তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনা জখম হয়েছেন ৬ জন। কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে।