পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল আট বছরের বালকের দেহ। উত্তর ২৪ পরগনার কামারহাটির একটি পুকুর থেকে ওই বালকের দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিটি রোডে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ।
শনিবার হাত-পা বাঁধা, মুখে কাপড় গোঁজা অবস্থায় পুকুর থেকে বালকের দেহ উদ্ধার করা হয়। ৩০ জানুয়ারি থেকে আট বছরের ওই বালক নিখোঁজ ছিল। স্থানীয়দের অভিযোগ,থানায় নিখোঁজ ডায়রি করা হলেও সঠিক সময়ে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
আরও পড়ুন -২১ ফেব্রুয়ারি ২১ লাখ শ্রমিকের অ্য়াকাউন্টে টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, মৃত বালকের বাবা পেশায় রিক্সা চালক। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন তিনি। ফলে কী ভাবে ওই বালক নিখোঁজ হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানিয়দের অভিযোগ, খুন করা হয়েছে ওই শিশুটিকে।