পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিকবার তলব করা হয়েছিল কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ED-র আধিকারিকরা। এবার সেই গোপাল সাহাকেই প্রকাশ্য সভামঞ্চে ধমক দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। অভিযোগ, সঠিকভাবে পুরসভার কাজ করছেন না তিনি। এর পাশাপাশি পুরসভার অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রকেও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।
পুরসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল সাহা, সাংসদ সৌগত রায় সহ অনেকেই। সেখানেই পুরপ্রধান ও অ্য়াসস্ট্যান্ট ইঞ্জিনিয়রকে ভর্ৎসনা করেন সাংসদ।
সৌগত রায় বলেন, "আমি বলেছি, পুরসভাটা ভালো চলছে না। পুরসভায় কাজ হচ্ছে না।" এর পরেই অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের প্রসঙ্গ উঠে আসে। সেপ্রসঙ্গে তিনি বলেন,"তমাল দত্ত অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র। তিনি সাসপেন্ড হয়েছেন। তাতে পুরসভার কাজ কেন বন্ধ হয়ে যাবে?"