গত বিধানসভা নির্বাচনে একঝাঁক তারকারা লড়েছিলেন ভোট যুদ্ধে। তৃণমূলের হয়ে নির্বাচন লড়ে উত্তরপাড়ার বিধায়ক হয়েছিলেন কাঞ্চন মল্লিক। কিন্তু এলাকাবাসীর অভিযোগ বিধায়ক হওয়ার পর নাকি সেভাবে দেখাই পাওয়া যায় না বিধায়কের। শনিবার, উত্তরপাড়া, হিন্দমোটরের বিভিন্ন এলাকায় কাঞ্চন মল্লিকের 'নিখোঁজ' পোস্টারে ছয়লাপ। পোস্টার চোখে পড়তেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
কারা এই পোস্টার লাগিয়েছে সে বিষয়ে সঠিক কোনও ইঙ্গিত না মিললেও, তৃণমূল কাঠগড়ায় তুলছে বিজেপিকেই। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ শত্রুঘ্ন সিনহার পর এবার 'নিখোঁজ' পোস্টারের মুখ সেলিব্রিটি বিধায়ক কাঞ্চন মল্লিক।
কিছুদিন আগেই কাঞ্চন মল্লিক দাবি করেন তিনি প্রতি সপ্তাহে উত্তরপাড়া যান। কিন্তু বিজেপির গলায় উলটো সুর। বিজেপির কথায়, 'কাঞ্চনকে উত্তরপাড়ায় দেখা যায় না। এলাকার মানুষ কোনও কাজেই তাকে পায় না। তাইই হয়ত এই পোস্টার লাগিয়েছে।' এরপরই বিধায়ক কাঞ্চন মল্লিক এক ভিডিয়ো বার্তায় বলেন, “বেঁচে আছি, সশরীরে আছি। এখনও মিস্টার ইন্ডিয়া হয়ে যাইনি, ভ্যানিশ হয়ে যাইনি।” পোস্টারের জবাবেই হয়ত, নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তৃণমূল কার্যালয়ে কাজ করার একটি ছবি পোস্ট করে লেখেন, 'আজ মাখলা বাঘাযতীন ক্লাবের কিছু মুহুর্ত'৷