কাঁথি (Kanthi) পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় এবার কাঁথি থানার আইসি (IC) অমলেন্দু বিশ্বাসকে তলব করল সিবিআই। সোমবার সকাল ১১ টায় তাঁকে নিজাম প্যালেসে (Nijam Palace) হাজির হওয়ার নির্দেশ দেয় সিবিআই। নির্দিষ্ট সময়ের আগেই সকাল সাড়ে দশটা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে যান আইসি অমলেন্দু বিশ্বাস।
এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। হাইকোর্টের নির্দেশে, কাঁথি রাঙামাটি শ্মশান সংস্কার টেন্ডার দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। দুর্নীতিতে উঠে আসা অভিযুক্ত রামচন্দ্র পন্ডা নামে এক ঠিকাদারের বিবৃতির পরিপ্রেক্ষিতেই আইসিকে তলব করেছে সিবিআই।
আরও পড়ুন- ৭ পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে সোমবার বনধের ডাক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে