অমাবস্যায় ভরা কোটালের জেরে জল বেড়েছে সমুদ্রের | গত শুক্রবার ছিল কোটাল তারপর দ্বিতীয়া ও তৃতীয়ায় ধীরে ধীরে বেড়েছে সমুদ্রের জল। ভয়াবহ ভাঙনের কবলে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর। উত্তাল গঙ্গাসাগর | কপিলমুনি আশ্রমের দুই এবং পাঁচ নম্বর স্নানের ঘাট ভেঙে চুরমার| ঘাটগুলির রাস্তার দশাও বেহাল|
South 24 Parganas : চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর, যুবকের মৃত্যুতে উত্তপ্ত ঢোলাহাট থানা এলাকা
অমাবস্যার কোটালে সমুদ্রের জলের ধাক্কায় ভেঙে পড়েছে চার নম্বর সান ঘাটের ঢালাই রাস্তা। এর জেরে আতঙ্কিত গঙ্গাসাগরের ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা| অভিযোগ, বছর বছর এই সমস্যায় ভুগছেন এলাকার মানুষ | স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গঙ্গাসাগর মেলার সময় কয়েক কোটি টাকা খরচে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ করা হয়েছিল, কিন্তু তা ভেঙে যায়| স্থানীয়দের দাবি, স্থায়ী নদী বাঁধ না হলে বিগত দিনে কপিল মুনির মন্দিরকে রক্ষা করা যাবে না। স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবিও জানিয়েছেন স্থানীয়রা|