এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুললে,একবার না একবার আপনাকে থামতেই হবে ‘তৌবা তৌবা’য়। ভিকি কৌশলের 'ব্যাড নিউজ' ছবির এই গান, সঙ্গে ভিকির হুক স্টেপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ভিকি এবং তৃপ্তি দিমরির এই নাচের প্রশংসাও হয়েছে দুর্দান্ত। এবার ভিকির ভাইরাল ‘তৌবা তৌবা’য় নাচলেন করণ জোহরের পুত্র যশ। গানের হুক স্টেপে নাচতে দেখা যায় করণ পুত্রকে। নিজের ইন্সটা হ্যান্ডেলে ছেলের এই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন করণ। সঙ্গে জুড়ে দিয়েছিলেন একটি হার্ট ইমোজি।
১৮ জুলাই মুম্বাইতে 'ব্যাড নিউজ'-এর একটি বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টে ক্যাটরিনার সঙ্গেই গিয়েছিলেন ভিকি। সাদা পোশাকে একটি ম্যাচিং ব্লেজারে অপরূপা ক্যাট, অন্যদিকে ভিকি পরেছিলেন কালো ব্লেজার। অনেক দিন ধরেই, ক্যাটরিনার প্রেগনেন্সির খবর নিয়ে গুজব চলছে।
ঈশিতা মৈত্র এবং তরুণ দুদেজা রচিত এবং আনন্দ তিওয়ারি পরিচালিত, ব্যাড নিউজ মুক্তির দিন ১৯ জুলাই। উল্লেখ্য, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক, অনন্যা পান্ডে, করণ জোহর, রাকুল প্রীত সিং, জ্যাকি ভগনানি, নেহা ধুপিয়া, লক্ষ্য এবং ওয়ামিকা গাব্বি সহ আরও অনেক সেলিব্রিটিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।