২০১৭ সালে শেষবার হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (TET Exam)। অবশেষে দীর্ঘ দিন পর আগামী রবিবার টেট পরীক্ষা হবে। সেদিন দুপুর ১২ টা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন পরীক্ষার্থীরা, রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতিও। পরীক্ষা দিতে যাওয়ার আগে মাথায় রাখতে হবে কিছু জিনিস৷
যেমন বৈধ অ্যাডমিট কার্ড (Admit Card) ছাড়া কোনওভাবেই বসতে দেওয়া হবে না পরীক্ষায়৷ তাই সঙ্গে রাখুন অ্যাডমিট কার্ড। এখনও Admit Card ডাউনলোড করা না হলে আজই wbbpe.org থেকে সংশ্লিষ্ট কার্ড ডাউনলোড করুন।
এছাড়াও পরীক্ষায় রয়েছে একাধিক বিধিনিষেধ। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক প্রার্থীর জন্য থাকবে নির্দিষ্ট আসন৷ সেই আসন ব্যতীত অন্য আসনে বসলে বা ঘর বদলালে পরীক্ষা বাতিল হবে। পরীক্ষাকেন্দ্রে কোনওরকম গ্যাজেটস যেমন মোবাইল, ট্যাব, ল্যাপটপ ব্যবহার একেবারে নিষিদ্ধ। এবছর পরীক্ষা দেবেন প্রায় ৭ লক্ষ প্রার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা। তাই জটলা এড়িয়ে চলবেন।