সোমবার শুরু হল মাতকাতপুর গ্রামে পাট্টা বিলি। খড়গপুর (Kharagpur) গ্ৰামীণ থানার মাতকাতপুর গ্ৰামের ভূমিহীন পরিবারগুলিকে পাট্টা প্রদানের প্রথম ধাপের কাজ শুরু করল জেলা প্রশাসন। খড়গপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবদত্ত চক্রবর্তী। পরিবারগুলির কাছ থেকে পাট্টার আবেদনপত্র (application) সংগ্রহের পাশাপাশি দ্রুত পাট্টা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন বিডিও (BDO)।
বিডিও জানান, সমস্ত আবেদনপত্র প্রথমে সেচ দফতরে পাঠানো হবে। এরপর সেখান থেকে অনুমোদনের পর তা যাবে খড়গপুর(Kharagpur News) এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি স্থায়ী কমিটির কাছে। সেই সভায় প্রস্তাব নিয়ে খড়গপুর মহকুমা ভূমি ও রাজস্ব দফতরে পাঠানো হবে। সবশেষে খড়গপুর মহকুমা শাসকের ছাড়পত্র পেলে পাট্টা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানান বিডিও দেবদত্ত চক্রবর্তী।
আরও পড়ুন- Sidharth-Kiara Wedding: রিটার্ন গিফট পাবেন অতিথিরা, আপ্যায়নের সব ব্যবস্থা করছেন সিড-কিয়ারাই