খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণের রাজনীতিতে হাতেখড়িই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে৷ কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে ফুলবদল করেন অভিনেতা। বিধায়কও হন বিজেপির। কিন্তু হঠাৎই ভাইরাল হিরণের একটি ছবি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
ED Arrest Kuntal Ghosh: ম্যারাথন তল্লাশির পর কুন্তল ঘোষকে গ্রেফতার ইডির, তদন্তে অসহযোগিতার অভিযোগ
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে,পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিত মাইতির পাশে বসে রয়েছেন হিরণ। পিছনে জোড়াফুল। এই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু জোর চর্চা। প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলে ফিরছেন হিরিণ? যদিও ঘটনার পরেই নিজের দিক স্পষ্ট করে হিরণ টুইটে জানান, 'এটি একটি পুরনো ভিডিও, আজকে পোষ্ট করলাম'। সঙ্গে লেখা 'জয় শ্রী রাম', 'ভারত মাতা কি জয়'।