রাজ্যে ফের গয়নার দোকানে ডাকাতির (Robbery) চেষ্টা। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ দোকানের মালিক। আহত দোকানের এক কর্মীও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) খড়গপুর (Kharagpur) শহরের গোলবাজার এলাকায়।
আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আশিসকুমার দত্ত নামে ওই সোনার দোকানের মালিক। আহত ওই কর্মী খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
জানা গিয়েছে, গয়নার দোকানের মালিক আশিস ছেলেকে সঙ্গে নিয়ে শুক্রবার দোকান খুলতে গিয়েছিলেন। সেই সময় আচমকা চার-পাঁচ জন দোকানে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে আশিসকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
আরও পড়ুন - শুক্রবার বিকেলের পর থেকেই হাওয়া বদল, মাটি হবে উইকেণ্ডে পুজোর শপিং !
দোকানের এক কর্মী বাধা দেওয়ায় চেষ্টা করলে তাঁর হাতে কোপ দেওয়া হয়। চিৎকার শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে ওই চার-পাঁচ জনের দলটি চম্পট দেয়।