স্বাধীনতা দিবসের আগে, ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি করলেন কেএলও প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় তাঁর দাবি, তাঁদের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন জেপি নাড্ডা ও আরএসএস। তাঁর এই বক্তব্য নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও এই ভিডিও সত্য়তা যাচাই করেনি এডিটরজি বাংলা।
একটি জঙ্গলঘেরা জায়গা থেকে ওই ভিডিওটি করা হয়েছে। জীবন সিংহের চারপাশে বেশকিছু সশস্ত্র রক্ষীকে ঘোরাফেরা করতে দেখা যায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছেও এই পৃথক রাজ্যের দাবি করছেন তিনি।
আরও পড়ুন- Suvendu Adhikari : তেরঙ্গা যাত্রায় বাধার অভিযোগ, ফোন করেছিলেন অমিত শাহ, দাবি শুভেন্দুর দফতরের
এর আগেও বাংলা থেকে বিজেপির বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিদের গলায় কোচ কামতাপুর রাজ্যের দাবি শোনা গিয়েছে। ফলে কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি, এবং তাঁকে বিজেপির একাংশের সমর্থন জানানোর দাবি ঘিরে পারদ চড়ছে রাজনৈতিক শিবিরে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, বিজেপি বিভিন্ন সংগঠনকে এগিয়ে দিয়ে রাজ্যকে ভাঙার খেলা খেলতে চাইছে। যদিও বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি, জীবন সিংহ নিজে বলতে পারবেন বিজেপির কাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর কথায়, বিজেপি দীর্ঘদিন ধরে বলে আসছে, উত্তরবঙ্গ বঞ্চিত। তবে তিনি জানান, আলাদা রাজ্য নিয়ে তাঁদের অবস্থান কী হবে, তা ঠিক করবেন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।