রাজ্যে জমিয়ে বর্ষা আসতে এখনও কয়েকদিন দেরি। তবে, এর মধ্যেই থাবা বসিয়ে দিয়েছে ডেঙ্গি। ডেঙ্গির (Dengue) প্রকোপের ক্রমাগত বৃদ্ধিতে রীতিমতো চিন্তায় স্থানীয় প্রশাসন। বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখনও পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক। এবার, এই ডেঙ্গি রুখতেই বিশেষ অ্যাপ (Special app) নিয়ে এল রাজ্য প্রশাসন। পুর নগরোন্নয়ন দফতর ও স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে, তৈরি হয়েছে এই অ্যাপ। তবে সাধারণ মানুষের জন্য নয়, এই অ্যাপ পুরোপুরি তৈরি হয়েছে প্রশাসনিক স্তরে সাহায্যের জন্য। মঙ্গলবার এই অ্যাপটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আরও পড়ুন: জেলে বসেই হুমকি ফোন, তোলা না দেওয়াতেই বিরিয়ানির দোকানে গুলি, জানাল পুলিশ
কোন এলাকায় ডেঙ্গি (Dengue) পরিস্থিতি কেমন? কতজন ডেঙ্গি আক্রান্ত? কীভাবে চালানো হবে নজরদারি?কোথাও জল জমেছে কি না সবই দেখতে পাওয়া যাবে এই অ্যাপে। ডেঙ্গি মোকাবিলায় কীভাবে প্রশাসন কাজ করবে, তার সামগ্রিক নির্দেশিকাও দেওয়া থাকবে এই অ্যাপে।
একে করোনা ভাইরাসের (Covid 19) হানায় বিপর্যস্ত জনজীবন। সংক্রমণ এড়াতে নানা বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে। তার উপর এবার হানা দিয়েছে ডেঙ্গি (Dengue)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করা গেলে ডেঙ্গি থেকে সেরে ওঠা সম্ভব। তবে, উপসর্গগুলির দিকে নজর রাখা জরুরি।