রাজ্যে বেকারত্বের সংখ্যা ক্রমশ বাড়ছে। তা নিয়ে অশান্তি সর্বত্র। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সাম্প্রতিক বিতর্কের পরে পরিস্থিতি আরও আগুনে হয়ে উঠেছে। তার মধ্যেই নতুন সরকারি নিয়োগের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। কলকাতা পুরনিগম এবার চাকরিপ্রার্থীদের জন্য ঘোষণা করল সুখবর। সংরক্ষিত এবং অসংরক্ষিত পদ মিলিয়ে মোট ২৮৫ জনকে নিয়োগ করা হবে গ্রুপ সি বিভাগে।
এই পদটি কেবলমাত্র মহিলাদের জন্য। হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্বাস্থ্য সহকারী পদের জন্য হবে এই নিয়োগ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, এই পদে আবেদনের জন্য শেষ তারিখ আগামী ২০ অগস্ট।
জেনে নিন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
শিক্ষাগত যোগ্যতা: ভারত অথবা পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনও ইনস্টিটিউট থেকে এএনএম অথবা জিএনএম কোর্স করা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে।
চাকরিপ্রার্থীর বয়স: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: মাসিক ১৩ হাজার টাকা
আবেদন পদ্ধতি: অনলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে না। ইচ্ছুক প্রার্থীরা কেবলমাত্র অফলাইনেই আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Chief Municipal Health Officer/Secretary, Kolkata City, NUHM, CMO Building, 5 S.N Banerjee Road, Kolkata- 700013