RG Kar: শিক্ষক দিবসে 'কীর্তি' ফাঁস! দায়িত্বে থাকাকালীন কী কী করেছেন RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ?

Updated : Sep 05, 2024 19:11
|
Editorji News Desk

RG কর কাণ্ড নিয়ে উত্তাল সারা দেশ। এই রাজ্যের পাশাপাশি দিল্লি সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে ওই ঘটনার তদন্তভার নিয়েছে CBI। তারপর গ্রেফতার করা হয়েছে RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। যদিও আর্থিক দুর্নীতি নিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে। শিক্ষক দিবসে জেনে নিন কে ছিলেন সন্দীপ ঘোষ? তার শিক্ষাগত যোগ্যতা কেমন? কী কী কুকর্ম করেছে সে? 

সন্দীপ ঘোষের ছোটবেলা-
উত্তর ২৪ পরগনার বনগাঁতে জন্ম সন্দীপ ঘোষের। বনগাঁর পশ্চিম পাড়াতেই তাঁর স্কুল জীবন শুরু হয়। ক্লাস এইট পর্যন্ত বনগাঁ স্কুলে পড়াশোনা করেন তিনি। তারপর সেখান থেকে রামকৃষ্ণ মিশনে চলে যান তিনি। রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক দিয়ে তিনি ফের বনগাঁ হাইস্কুলে ফিরে আসেন। 

প্রতিটি রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মেনে চলতে হয় একাধিক নিয়ম। জানা গিয়েছে, সন্দীপ ঘোষের রামকৃষ্ণ মিশনের নিয়ম শৃঙ্খলা পছন্দ হয়নি সন্দীপ ঘোষের। আর সেইকারণেই নাকি রামকৃষ্ণ মিশন ছেড়ে দেন তিনি।

সন্দীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা-
রামকৃষ্ণ মিশন ছেড়ে ফের বনগাঁ হাইস্কুলে ভর্তি হন সন্দীপ ঘোষ। ১৯৮৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন সন্দীপ ঘোষ। ৭৯.৭ শতাংশ নম্বর পেয়ে পাস করেন তিনি।  

উচ্চমাধ্যমিক পাস করে জয়েন্ট পরীক্ষা দেন তিনি। এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাস করে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। পাশ করেন ১৯৯৪ সালে। 

সন্দীপ ঘোষের চাকরি
মেডিক্যাল কলেজ থেকে পাস করার পর RG কর হাসাপাতালেই রেসিডেন্ট ডাক্তার হিসেবে যোগ দান করেন তিনি। তারপর ধীরে ধীরে পদোন্নতি হতে থাকে তাঁর। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যালের দায়িত্ব নেন তিনি। তারপর ২০২১ সালে RG কর হাসপাতালের অধ্যক্ষ হিসেবে কাজ শুরু করেন। তারপর সন্দীপ ঘোষকে আর পিছন ফিরে দেখতে হয়নি। 

২০২৩ সালে RG কর হাসপাতালে ব়্যাগিং নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সেইসময় সন্দীপ ঘোষকে বদলি করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিজের ক্ষমতাবলে ফের পুরনো পদে ফিরে আসেন তিনি। 

RG কর কাণ্ড
৯ অগাস্ট RG কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় নিহত মহিলা চিকিৎসকের দেহ। তারপর থেকেই একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপকে বদলি করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। 

CBI-এর হাতে গ্রেফতার
কলকাতা পুলিশের হাত থেকে RG কর কাণ্ডের তদন্তভার যায় CBI এর হাতে। RG কর কাণ্ডের পাশাপাশি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সন্দীপের বিরুদ্ধে অভিযোগ-
CBI-এর হাতে তদন্তভার যাওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। অভিযোগ, অনলাইন টেন্ডারের বদলে অফলাইন টেন্ডার ডাকত সন্দীপ ঘোষ। এমনকি, কারচুপি করে অ্য়াকাডেমিক ফান্ডের টাকা বিভিন্ন খাতে খরচ করা হয়েছে। এবং সেই টাকা উল্টে সন্দীপের পকেটেই ঘুরে আসতো।      

CBI

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী