আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary examination)। শেষ হবে ২৭ মার্চ। শুক্রবার সকাল এগারোটায় ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher secondary examination 2023) মেধাতালিকা প্রকাশের সময় এই কথা জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBHSC) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উল্লেখ্য, ২০২২ সালে মোট উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary examination 2023) দিয়েছিলেন ৭,২০, ৮৬২ জন। তাঁদের মধ্যে পাশ করেছেন ৬,৩৬,৮৭৫ জন। পাসের হার ৮৮.৪৪ শতাংশ। ৪৪ দিনের মাথায় চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (Higher secondary examination) ফলপ্রকাশ করা হল।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে পাশের হারে মেয়েরা টেক্কা দিল ছেলেদের
উচ্চ মাধ্যমিকে (Higher secondary examination) প্রথম দশে রয়েছেন মোট ২৭২ জন। প্রথম অদিশা দেবশর্মা। দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮।
মোট ৫৬'টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary examination) হয়েছিল ২০২২ সালে। কোভিড পরিস্থিতির পরে প্রথম উচ্চমাধ্যমিক হয়েছিল হোম সেন্টারেই।
বেলা বারোটা থেকে সংসদের সাইটে রেজাল্ট। মার্কশিট পাওয়া যাবে অনলাইনে।