খাট জুড়ে ছড়িয়ে রয়েছে বই। খাটের পাশে বইয়ের র্যাক। সেখানে বইয়ের ওপরেই রয়েছে হাঁড়ি, বেতের ঝুড়ি। ঘরজুড়ে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। তবু, তা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি বালুরঘাট হাইস্কুলের ছাত্র আকাশ ঘোষের কাছে। বহু ঝড়ের সঙ্গে লড়াই করে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Exam results 2022) ষষ্ঠ স্থান লাভ করলেন তিনি। বাবা গোপাল ঘোষ হিলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী। বিজ্ঞান বিভাগের ছাত্র আকাশের (Akash Ghosh) ইচ্ছে চিকিৎসক হওয়ার।
উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় (HS Exam results 2022) স্থান পাওয়ার পরে তাঁর অনুভূতির কথা জানাতে গিয়ে আকাশের মুখজুড়ে আটপৌড়ে হাসি। দৃঢ় চোয়াল ও দু’চোখময় স্বপ্ন তাঁর সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'খুবই খুশি আমি৷ এর পর মেডিক্যাল দেওয়ার ইচ্ছে। বাড়ি থেকে মা, দাদা সবাই আমার এই লড়াইতে পাশে ছিল'।
আরও পড়ুন: বাড়িতে মিডিয়া এসেছে, উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশার ঠাকুরদার স্বপ্ন সফল
পড়াশোনা করার জন্য যে কখনও তাঁকে চাপ দেওয়া হয়নি, সেই কথাও বলেন আকাশ।
ছেলের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসছিল আকাশের মা'র।
'আমার স্বপ্ন সার্থক। আমার কথা বলার কোনও ভাষা নেই। খুবই কষ্টের ছিল পুরো যাত্রাটা। আমি খুবই খুশি। আমি খুবই আনন্দিত আজ'। বলছিলেন তিনি।
সংসারে নিত্য অনটন৷ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা ছাড়া কোনও বিলাসিতা দিবাস্বপ্নের সামিল৷ তা সত্ত্বেও, প্রকৃত মেধার কাছে যে সব প্রতিবন্ধকতাই তুচ্ছ হয়ে যায় শেষমেশ, তা আকাশরা প্রমাণ করেন বারবার।