শুক্রবার সূচনা হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) 'বন্দে ভারত' এক্সপ্রেসের (Vande Bharat)। মাত্র সাড়ে সাত ঘন্টায় হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছবে এই ট্রেন। কিন্তু যাতায়াতের ভাড়া (Vande Bharat Fare) কত তা জানেন?
খাবার এবং কর-সহ বন্দে ভারতের এসি চেয়ারকারে চেপে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে প্রত্যেক যাত্রী খরচ পড়বে ১,৫৬৫ টাকা। যদি ট্রেনের খাবার না খেতে চান যাত্রী। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৩৭৯ টাকা কম অর্থাৎ ১,১৮৬ টাকা।
ট্রেনের এগ্জিকিউটিভ ক্লাসের টিকিটের দাম ধার্য করা হয়েছে ২,৮২৫ টাকা। এক্ষেত্রে খাবার বাদ দিলে ৪৩৪ টাকা কমে ভাড়া হবে ২,৩৯১ টাকা।
আরও পড়ুন- মাতৃবিয়োগ সত্ত্বেও বন্দে ভারতের সূচনায় উপস্থিত,মোদীকে সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
জলপাইগুড়ি থেকে হাওড়ায় ফেরার খরচ বেশ খানিকটা কম। এক্ষেত্রে চেয়ারকারে খাবার, কর-সহ ভাড়া ধার্য হয়েছে ১,৪৪৫ টাকা। খাবার বাদ দিলে ভাড়া লাগবে ১,১৮৮ টাকা।
এগ্জিকিউটিভ ক্লাসের ভাড়া ২,৬৭০ টাকা। খাবার ছাড়া ভাড়া গুনতে হবে ২,৩৯১ টাকা।