সেপ্টেম্বর মাস অর্ধেক পেরিয়ে গেল। আর মাত্র কয়েকদিন বাদেই পুজো। ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ বাকি থাকলে তা এই বেলায় সেরে নিন। কারণ, সেপ্টেম্বরের আর যে কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যে ব্যাঙ্কগুলি (Bank holidays) ৫ দিন বন্ধ থাকবে। পরিকল্পনা করুন সেই অনুযায়ীই। চলতি মাসের শুরুতেই ব্যাঙ্কে ১৩টি ছুটির কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তার মধ্যে ইতিমধ্যেই ৮ দিন পেরিয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক, বাকি ছুটির (Bank holidays on September) দিনগুলি।
১৮ সেপ্টেম্বর রবিবার ব্যাংকে ছুটি। ২১ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের ছুটি। ২৪ সেপ্টেম্বর চতুর্থ শনিবারের ছুটি। ২৫ সেপ্টেম্বর রবিবারের ছুটি এবং ২৬ সেপ্টেম্বর নবরাত্রি প্রতিষ্ঠার ছুটি।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ কোটি কীসের, পার্থ-অর্পিতার সংস্থা 'ইচ্ছে'র হিসেবে গরমিল, দাবি ইডির
আরবিআই-এর ক্যালেন্ডার অনুসারে, ২১ সেপ্টেম্বর তিরুবনন্তপুরম এবং কোচিতে ব্যাঙ্ক ছুটি থাকবে। এই দিন শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে। ২৬ সেপ্টেম্বর, নবরাত্রি প্রতিষ্ঠার কারণে, মণিপুরের জয়পুর এবং ইম্ফলে ব্যাঙ্ক ছুটি (Bank holidays on September) থাকবে। এছাড়াও ২৪ সেপ্টেম্বর চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক সংক্রান্ত কাজ করা যাবে না।
পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে ছুটি (Bank holidays on September) থাকবে ২৪ সেপ্টেম্বর। শনিবারের চতুর্থ সপ্তাহে ব্যাঙ্ক ছুটির দিন। ২৫ সেপ্টেম্বর মহালয়ার কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
উল্লেখ্য, এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দুর্গাপুজোর (Durga Puja 2022) কারণে রাজ্য সরকারী অফিসগুলি ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা এগারো দিনের জন্য বন্ধ থাকবে।